পোনা ছাড়ার পর পুকুরে পরিমিত প্রাকৃতিক খাদ্য না থাকলে মাছের ভাল ফলন পাওয়া যাবে না। অধিক ফলন পেতে পুকুরে নিয়মিত সার দিতে হয়। সার দৈনিক বা সাপ্তাহিক বা পাক্ষিক ভিত্তিতে দেয়া যায়। তবে মাত্রানুযায়ী সার প্রতিদিন প্রয়োগ করা হলে উত্তম ফল লাভ করা সম্ভব। নিয়মিত সার প্রয়োগ করলে মাছের প্রাকৃতিক খাদ্য বৃদ্ধি পাবে এবং মাছের উৎপাদন বাড়বে। সারে মাত্রা বা পরিমান নির্ভর করে – সারের প্রকার, মাটির গুনাগুন, পুকুরের পানির গুনাগুনের উপর। শীতকালে পানির তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে সার প্রয়োগ বন্ধ রাখতে হবে। পুকুরে সার প্রয়োগের পূর্বে কম মাত্রায় চুন প্রয়োগ করলে সারের কার্যকারিতা বৃদ্ধি পায়।
সারের নাম | দৈনিক সারের পরিমাণ (গ্রাম) | সাপ্তাহিক সারের পরিমাণ (গ্রাম) | পাক্ষিক সারের পরিমাণ (গ্রাম) | মাসিক সারের পরিমাণ (গ্রাম) |
ইউরিয়া | ৩-৪ গ্রাম | ২৫-৩০ গ্রাম | ৫০-৬০ গ্রাম | ১০০-১২০ গ্রাম |
টিএসপি | ৩-৪ গ্রাম | ২৫-৩০ গ্রাম | ৫০-৬০ গ্রাম | ১০০-১২০ গ্রাম |
এমপি | ১-২ গ্রাম | ৭-৮ গ্রাম | ১২-১৫ গ্রাম | ২৫-৩০ গ্রাম |
*** বিস্তারিত জানার জন্য আপনার নিকটস্থ উপজেলা মৎস্য দপ্তরে যোগাযোগ করুন।
Leave a Reply