• Home
মৎস্যচাষি স্কুল
মৎস্যচাষি স্কুল
  • Home
  • Follow
    • Facebook
Home
বিভিন্ন প্রজাতির মাছচাষ পদ্ধতি

মনোসেক্স তেলাপিয়ার একক চাষ পদ্ধতি

মনোসেক্স তেলাপিয়া চাষের গুরুত্ব

  • মনোসেক্স মানে একলিঙ্গী, অর্থাৎ শুধুমাত্র পুরুষ বা স্ত্রী মাছের চাষ। মনোসেক্স তেলাপিয়ার ক্ষেত্রে পুরুষ তেলাপিয়ার চাষ।
  • পুরুষ তেলাপিয়া স্ত্রী তেলাপিয়ার চেয়ে দ্রুত বাড়ে। যেখানে চারমাসে একটি পুরুষ তেলাপিয়া ৬০০-৮০০ গ্রাম ওজন বিশিষ্ট হয় সেখানে একটি স্ত্রী তেলাপিয়া একই সময়ে মাত্র ১৫০ গ্রাম ওজন হয়। কারণ স্ত্রী তেলাপিয়া অনিয়ন্ত্রিত ও দ্রুত বংশ বিস্তার করে যাহা তাদের শারীরিক বৃদ্ধির প্রতিকূল।
  • মনোসেক্স পুরুষ তেলাপিয়ার বৈশিষ্ট্য হলো এরা সম্পূরক খাদ্য গ্রহণে পারদর্শী, প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে এবং অধিক ঘনত্বে চাষ করা যায়।

 

মনোসেক্স তেলাপিয়া চাষ পদ্ধতি

  • মনোসেক্স তেলাপিয়া চাষ দুই ধাপে করা উত্তম। ২৫-৩০ দিন বয়সের পোনা প্রতি কেজিতে ৮০০০-১০০০টি হয়। সেক্ষেত্রে এই সাইজের পোনা সরাসরি মজুদ পুকুরে না নিয়ে নার্সারি পুকুরে এক থেকে দেড় মাস প্রতিপালন করার পর প্রতিটি পোনার ওজন ২০-২৫ গ্রাম হবে, তখন মজুদ পুকুরে পোনা স্থানান্তর করতে হবে।
  • তবে ২০-২৫ গ্রামের পোনা সরাসরি কিনতে পারলে নার্সারি পুকুরে চাষ করার প্রয়োজন নেই।

 

নার্সারি পুকুরে চাষ ব্যবস্থাপনা

আয়তন: ১০-৩০ শতাংশ

গভীরতা: পানির গভীরতা সর্বোচ্চ ১ মিটার ও সারা বৎসর পানির ব্যবস্থা থাকতে হবে।

 

নার্সারি পুকুরে চাষ ব্যবস্থাপনা

পুকুর প্রস্তুতি:

  • পাড় ভাঙ্গা থাকলে তা সঠিকভাবে মেরামত।
  • আগাছা দমন ও পাড়ের আশে পাশের ঝোপ ঝাড় পরিষ্কার করে সূর্যালোকের ব্যবস্থাকরণ।
  • পুকুর শুকানো বা রোটেনন প্রয়োগে রাক্ষুসে ও অবাঞ্চিত মাছ দমন।
  • সাপ, ব্যাঙ, পাখি যাতে প্রবেশ করতে না পারে সেজন্য নেটের ব্যবস্থা করা।
  • প্রতি শতাংশে ১ কেজি হারে চুন প্রয়োগ।
  • চুন প্রয়োগের ৫-৭ দিন পর, শতাংশে ১০০ গ্রাম ইউরিয়া ও ৫০ গ্রাম টিএসপি সার ব্যবহার করতে হবে।

 

নার্সারি পুকুরে চাষ ব্যবস্থাপনা

পোনা মজুদ: শতাংশ প্রতি ২০০০-২২০০ টি মনোসেক্স তেলাপিয়ার পোনা। পুকুরে সার দেওয়ার ৩-৪ দিন পর পোনা মজুদ করা যেতে পারে।

 

পোনার উৎস্য:

  • ব্র্যাক হ্যাচারি
  • সিপি হ্যাচারি
  • নিরিবিলি হ্যাচারি অথবা
  • উপজেলা মৎস্য কর্মকর্তার পরামর্শ অনুযায়ি।

 

নার্সারি পুকুরে চাষ ব্যবস্থাপনা

খাদ্য প্রয়োগ:

  • ১ম ৩-৪ দিন মজুদকৃত পোনার দেহ ওজনের সমান অর্থাৎ ১০০% হারে।
  • এরপর ৫-৮ দিন পোনার দেহ ওজনের ৬০-৭০% হারে।
  • এরপর ৯-১২ দিন দেহ ওজনের ৪০-৫০% হারে।
  • এরপর ১৩-২০ দিন দেহ ওজনের ২০-২৫% হারে।
  • এরপর ২১-৩০ দিন দেহ ওজনের ১৫-২০% হারে।
  • এরপর ৩০-৪৫ দিন দেহ ওজনের ১০-১২% হারে খাদ্য প্রয়োগ করতে হবে।

 

মজুদ পুকুরে চাষ ব্যবস্থাপনা

আয়তন ও গভীরতা:

  • যে কোন আয়তনের তবে ২০-১০০ শতাংশের পুকুর হলে ভালো হয়।
  • পানির গভীরতা ৩.৫-৪.৫ ফুট।
  • যেহেতু মনোসেক্স তেলাপিয়া মজুদ পুকুরে ৪-৫ মাস থাকে তাই কমপক্ষে ৫-৬ মাস পানি থাকে এমন পুকুর মজুদ পুকুর হিসেবে নির্বাচন করতে হবে।

মজুদ পুকুরে চাষ ব্যবস্থাপনা

পুকুর প্রস্তুতি:

  • পাড় ভাঙ্গা থাকলে তা সঠিকভাবে মেরামত।
  • আগাছা দমন ও পাড়ের আশে পাশের ঝোপ ঝাড় পরিষ্কার করে সূর্যালোকের ব্যবস্থাকরণ।
  • পুকুর শুকানো বা রোটেনন প্রয়োগে রাক্ষুসে ও অবাঞ্চিত মাছ দমন।
  • প্রতি শতাংশে ১ কেজি হারে চুন প্রয়োগ।
  • চুন প্রয়োগের ৫-৭ দিন পর, শতাংশে ১০০ গ্রাম ইউরিয়া ও ৫০ গ্রাম টিএসপি সার ব্যবহার করতে হবে।
  • পানি না থাকলে পরিমানমত পানি প্রয়োগ করতে হবে।

 

মজুদ পুকুরে চাষ ব্যবস্থাপনা

পোনা মজুদ:

  • ২০-২৫ গ্রাম ওজনের ২০০-২৫০ টি/শতাংশে।
  • সকল পোনা একই আকার ও বয়সের হতে হবে।
  • একই সাথে ব্যবস্থাপনার জন্য শতাংশ প্রতি ৫টি কাতলা ও তিনটি কার্পিও মাছের পোনা ছাড়া যেতে পারে।

 

মজুদ পুকুরে চাষ ব্যবস্থাপনা

খাদ্য প্রয়োগ:

  • মজুদের পরের দিন থেকে মাছের দেহের ওজনের শতকরা ৮ ভাগ থেকে আরম্ভ করে প্রতিদিন সকালে অর্ধেক এবং বিকালে অর্ধেক এভাবে প্রতি ১৫ দিন অন্তর ২% খাদ্য কমিয়ে দিতে হবে।
  • ২ মাস পর থেকে মাছ বিক্রয় করা পর্যন্ত মাছের ওজনের ২% খাদ্য সরবরাহ করতে হবে।
  • প্রতি শতক পুকুরে মোট খাদ্য প্রয়োজন প্রায় ৮৪ কেজি এবং উক্ত খাদ্য অবশ্যই ২৫% প্রোটিন মানসম্পন্ন হতে হবে।

 

অন্যান্য ব্যবস্থাপনা:

  • প্রতি ৭-১০ দিন পর পর জাল টেনে মাছের বৃদ্ধি পর্যবেক্ষণ করে খাবারের পরিমাণ নির্ধারণ করতে হবে।
  • মাছ নিয়মিত খাবার খায় কিনা সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
  • পোনা মজুদের পর প্রতি মাসে শতাংশ প্রতি ২৫০ গ্রাম চুন (চুন পানিতে ভিজিয়ে রেখে ঠান্ডা করে প্রয়োগ করতে হবে) বা ১৫০ গ্রাম জিওলাইট প্রয়োগ করতে হবে।
  • পুকুরে পোনা মজুদের এক মাস পর থেকে প্রতি ১৫-২০ দিন অন্তর ২০-৩০% পানি পরিবর্তন করা ভাল।
  • প্রতি ১৫ দিন অন্তর পানির গুণাগুণ যেমন পানির তাপমাত্রা, অক্সিজেন, পিএইচ, অ্যামোনিয়া ও মোট ক্ষারত্ব পরীক্ষা করা ভাল। অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে গেলে বাজারে প্রচলিত একোয়া-কেমিক্যাল ব্যবহার করে অ্যামোনিয়া দুরীকরণের ব্যবস্থা গ্রহন করেত হবে।

 

আহরণ ও বিক্রয়:

  • মজুদের ৩-৪ মাসের মধ্যে মাছের ওজন বৃদ্ধি পেয়ে ২৫০-৩০০ গ্রাম হয়। তখন থেকেই আহরণ ও বিক্রয় করা যেতে পারে।
  • ৬-৭ মাসে মাছের গড় ওজন হয় ৪০০-৫০০ গ্রাম।
  • উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে ১৫ মেট্রিক টন/হেক্টর/বৎসর উৎপাদন করা সম্ভব।

 *** বিস্তারিত জানার জন্য আপনার নিকটস্থ উপজেলা মৎস্য দপ্তরে যোগাযোগ করুন।

Facebook Twitter Google+ LinkedIn Pinterest
Next article পুকুরে শিং ও মাগুর মাছ চাষের উন্নত কলাকৌশল
Previous article Good Aquaculture Practice (GAP) [উত্তম মৎস্যচাষ অনুশীলন]

Related Posts

থাই সরপুঁটির চাষ

থাই সরপুঁটি চাষের সুবিধা এরা অতি দ্রুত...

আধুনিক পদ্ধতিতে পাবদা মাছের চাষ

পাবদা মাছ আমাদের সবারই পরিচিত এবং...

শোল মাছ চাষ

শোল মাছ আমাদের দেশে এখন প্রায় বিলুপ্ত...

Leave a Reply Cancel reply

মাছচাষ বিষয়ক পরামর্শ খোঁজ করুন

সাম্প্রতিক পরামর্শ

  • উদ্ভাবক পরিচিতি
  • বাগদা চিংড়ির রোগ ও রোগ ব্যবস্থাপনা
  • গলদা চিংড়ির রোগ ও রোগ ব্যবস্থাপনা
  • আরগুলোসিস (মাছের উকুন)
  • মাছের ফুলকা পঁচা রোগ
  • ড্রপসি (পেট ফোলা রোগ)
  • মাছের লেজ ও পাখনা পচা রোগ
  • ধানি পোনার চাষ
  • রেনু পোনার চাষ
  • যুব কর্মসংস্থানে মৎস্য ঋণ
  • চাষের পুকুরে মলা ও পুঁটি মাছের প্রাকৃতিক প্রজনন
  • পাবদা ও গুলশা মাছের প্রণোদিত প্রজনন ও পোনা উৎপাদন কৌশল
  • দেশী সরপুঁটি মাছের প্রণোদিত প্রজনন ও পোনা উৎপাদন কৌশল
  • বাটা মাছের প্রণোদিত প্রজনন ও পোনা উৎপাদন কৌশল
  • শিং মাছের প্রজনন ও পোনা উৎপাদন কৌশল
  • মাগুর মাছের প্রজনন ও পোনা উৎপাদন কৌশল
  • কৈ মাছের প্রজনন ও পোনা উৎপাদন কৌশল
  • ক্ষত রোগ
  • পুকুরে মুক্তা চাষ
  • কুচিয়া চাষ
  • কাঁকড়া চাষ
  • ধানক্ষেতে মাছ চাষ পদ্ধতি
  • পেনে মাছচাষ
  • খাঁচায় মাছচাষ
  • থাই সরপুঁটির চাষ
  • আধুনিক পদ্ধতিতে গলদা চিংড়ি চাষ
  • আধুনিক পদ্ধতিতে পাবদা মাছের চাষ
  • শোল মাছ চাষ
  • আধুনিক পদ্ধতিতে মলা মাছের চাষ
  • পুকুরে কৈ মাছের একক চাষ
  • কার্প জাতীয় মাছের মিশ্রচাষ
  • পুকুরে পাঙ্গাস মাছের চাষ
  • পুকুরে শিং ও মাগুর মাছ চাষের উন্নত কলাকৌশল
  • মনোসেক্স তেলাপিয়ার একক চাষ পদ্ধতি
  • Good Aquaculture Practice (GAP) [উত্তম মৎস্যচাষ অনুশীলন]
  • মাছ চাষে একোয়ামেডিসিন
  • মাছ চাষের জন্য বারো মাসে জরুরী করণীয়
  • পুকুরে মাছের প্রাকৃতিক খাদ্য পরীক্ষা
  • পুকুরে নিয়মিত সার প্রয়োগ
  • পুকুরে নিয়মিত খাদ্য প্রয়োগ
  • ভালো পোনামাছ চেনার উপায় ও পুকুরে পোনামাছ অবমুক্তকরণ
  • পোনা মাছ পরিবহন
  • মাছ চাষের জন্য পুকুর ব্যবস্থাপনা
  • পুকুরে চুন প্রয়োগ
  • রাক্ষুসে ও অবাঞ্চিত মাছ/প্রাণী দূরীকরণ
  • নতুন পুকুর খনন পদ্ধতি
  • Home
  • Back to top