• Home
মৎস্যচাষি স্কুল
মৎস্যচাষি স্কুল
  • Home
  • Follow
    • Facebook
Home
মৎস্যচাষ ব্যবস্থাপনা
মজুদপূর্ব ব্যবস্থাপনা

মাছ চাষের জন্য পুকুর ব্যবস্থাপনা

পুকুরের প্রকারভেদ

যে বৈশিষ্টের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ পুকুরের প্রকার বৈশিষ্ট্য
পুকুরে পানি ধারণের স্থায়িত্বকালের উপর ভিত্তি করে বাৎসরিক পুকুর •      সারা বছর পানি থাকে

•      পানির গভীরতা ৪-৯ ফুট

মৌসুমি পুকুর •      ৫-৭ মাস পানি থাকে

•      পানির গভীরতা ২-৭ ফুট

 

যে বৈশিষ্টের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ পুকুরের প্রকার বৈশিষ্ট্য
মাছ চাষের ধরণের উপর ভিত্তি করে আতুর পুকুর •      ১০-২৫ শতাংশ, গভীরতা ৩-৪ ফুট

•      ৪-৫ দিন বয়সী রেণু ছেড়ে ১৫-২০ দিন প্রতিপালন

চারা পুকুর বা লালন পুকুর •      ২৫-৫০ শতাংশ, গভীরতা ৪-৫ ফুট

•      ২-৩ সে.মি. আকারের পোনা ছেড়ে ১-২ মাস প্রতিপালন

মজুদ পুকুর •      ২০ শতাংশ থেকে বড় যেকোন মাপের হতে পারে, গভীরতা ৪-৯ ফুট

•      ৩-৪ ইঞ্চি পোনা ছেড়ে বড় মাছ উৎপন্ন

 

যে বৈশিষ্টের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ পুকুরের প্রকার বৈশিষ্ট্য
পুকুরের আয়তনের উপর ভিত্তি করে মিনি পুকুর •      ১-৫ শতাংশ

•      উৎপাদনশীলতা বেশি

মাঝারি পুকুর •      ১০-৩০ শতাংশ

•      কার্প জাতীয় মাছের পোনা উৎপাদন পুকুর হিসেবে ব্যবহার করা যায়।

বড় মজুদ পুকুর •      আয়তন ৩০ শতাংশের বেশি যেকোন মাপের

•      কার্প জাতীয় মাছের মজুদ পুকুর

 

আদর্শ পুকুরের বৈশিষ্ট্য

  • পুকুর আয়তকার হবে।
  • পুকুরে বকচর থাকবে।
  • পানি ধারন ক্ষমতা থাকবে।
  • চাষযোগ্য মাছ অনুযায়ী পানির গভীরতা থাকবে।
  • আলো-বাতাসের প্রবাহ থাকবে।
  • রাক্ষুসে মাছ ও ক্ষতিকারক প্রানি মুক্ত থাকবে।
  • পরিমিত প্রাকৃতিক খাবার থাকবে।
  • পানি দুষন মুক্ত থাকবে।
  • পুকুরে পানি দেওয়ারর ভাল ব্যবস্তা থাকবে।
  • পানি নিষ্কাশনের সু-ব্যবস্থা থাকবে।
  • বড় গাছের ডাল পালা পুকুরে ছায়া দিবেনা।
  • পুকুরের তলায় জৈব পদার্থের পরিমাণ ১-২% থাকবে।
  • কাদার পরিমাণ ৪-৬ ইঞ্চি হওয়া বাঞ্চনীয়।
  • পুকুর বসতবাড়ির কাছাকাছি হতে হবে।
  • পুকুরের মাটি দো-আঁশ ধরনের হওয়াই সর্বোত্তম।
  • পুকুরের তলা পঁচা কাঁদামুক্ত হতে হবে।

 

মাছ চাষের পুকুরের গুনাগন

বিষয় উপযুক্ত পরিবেশ
পানির বর্ণ হালকা সবুজ
পানির তাপমাত্রা ২৫-৩০ ডিগ্রী সেলসিয়াস
পানির স্বচ্ছতা ১০-২০ সে. মি.
আলো ৬-৮ ঘন্টা আলোর ব্যবস্থা
দ্রবীভূত অক্সিজেন ৫-১০ পিপিএম
দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড <১-২ পিপিএম
পানির পিএইচ ৭.৫-৮.৫
লৌহ <০.৫ পিপিএম
ক্ষারকত্ব ১০০-২০০ পিপিএম
হাইড্রোজেন সালফাইড গ্যাস ০.০০০২ পিপিএম
পানির ঘোলাত্ব <২০০০০ পিপিএম
পানির উপর শ্যাওলার স্তর অনুপস্থিত
পানির উপর লাল স্তর অনুপস্থিত
পুকুরের তলদেশের কাঁদা <১৫ সে.মি.
রোগজীবাণু অনুপস্থিত
জলজ উদ্ভিদ অনুপস্থিত

 

পুকুর পাড়ের ঝোপ-ঝাড় পরিষ্কার

  • পুকুরের চারপাশে গাছপালা থাকার কারণে পর্যাপ্ত সূর্যালোকের অভাবে পুকুরে সার দেওয়া সত্বেও কাঙ্খিত পরিমাণ ফাইটোপ্লাঙ্কটন উৎপন্ন হয় না।
  • ফাইটোপ্লাঙ্কটন না হলে পুকুরের ভিতরে অক্সিজেন এর ঘাটতি হয়।
  • তাছাড়া ঝোপ-ঝাড় হতে পাতা পড়ে পানিতে বিষাক্ততা সৃষ্টি করে।
  • প্রাকৃতিক খাদ্য উৎপাদনের জন্য দৈনিক ৬-৮ ঘন্টা সূর্যালোক পড়া আবশ্যক।

পুকুরের তলার কাঁদা সরানো

  • পুকুরের তলদেশের কাঁদা ১৫ সে.মি. এর কম হওয়া উচিত।
  • পুকুরের উৎপাদনশীলতা নির্ভর করে পুকুরের তলদেশের মাটি বা কাঁদার গুনাগুনের উপর।
  • কাঁদা বেশি হলে অধিক পরিমাণে জৈব পদার্থ থাকে ফলে পানিতে অধিক পরিমাণে কার্বন-ডাই অক্সাইড, মিথেন ও অন্যান্য বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয় যা মাছচাষের জন্য ক্ষতিকর।

 

পুকুরের তলদেশ শুকানো

  • আগাছা দমন ও পুকুরের পাড় মেরামতকরণ ইত্যাদি সহজভাবে সম্পন্ন করা যায়।
  • পুকুরের উর্বরতা শক্তি বৃদ্ধি পায়।
  • রাক্ষুসে ও অবাঞ্চিত মাছ, ক্ষতিকর পোকামাকড় এবং মাছের রোগজীবাণু দূর হয়।
  • পুকুরের তলার বিষাক্ত গ্যাস দূর হয়।

 

শুকানো পুকুরের তলদেশ চাষ

  • উৎপাদন ক্ষমতা বাড়াতে পুকুর শুকানোর পর তলায় চাষ করে দিতে হয়।
  • এর ফলে মাটির বাঁধন আলগা হবে, সূর্যালোক মাটির গভীরে প্রবেশ করবে।
  • তলার মাটিতে বিদ্যমান রোগজীবাণু ও ক্ষতিকর পোকা মারা যাবে।
  • মাটির গুনাগুন ভাল হবে।
  • পুষ্টি উপাদান সহজলভ্য হবে।

 

পুকুর পাড় মেরামত

  • পুকুরের পাড় ভাঙ্গা থাকলে তা অবশ্যই মেরামত করে নিতে হবে।
  • পাড় মেরামত না করলে বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টিপাত কিংবা আকস্মিক বন্যার পানিতে পুকুরের পাড় ডুবে মাছ চলে যেতে পারে।
  • বাহির হতে রাক্ষুসে মাছ ও দূষিত পানি প্রবেশ করতে পারে।
  • দূষিত পানি প্রবেশের ফলে পুকুরের মাছ সহজেই রোগ ব্যাধি দ্বারা আক্রান্ত হয়।

 

আগাছা অপসারণ

  • পুকুরে বিভিন্ন ধরনের জলজ আগাছা যেমন- কচুরিপানা, শাপলা, টোপাপানা, কলমিলতা, হেলেঞ্চা, ক্ষুদেপানা ইত্যাদি দেখা যায় যেগুলো পুকুরের পানিতে সূর্যালোক পড়তে ও বাতাস চলাচল করতে বাঁধার সৃষ্টি করে ফলে প্রাকৃতিক খাদ্য তৈরী ব্যহত হয়।
  • এসব জলজ আগাছায় সাপ, ব্যাঙ আশ্রয় নেয়, রোগ জীবাণু ছড়ায় এবং মাছের চলাফেরায় অসুবিধার সৃষ্টি হয়। কাজেই এ সমস্ত জলজ আগাছা সম্পূর্ণভাবে অপসারণ/পরিষ্কার করতে হবে।

*** বিস্তারিত জানার জন্য আপনার নিকটস্থ উপজেলা মৎস্য দপ্তরে যোগাযোগ করুন।

Facebook Twitter Google+ LinkedIn Pinterest
Next article পোনা মাছ পরিবহন
Previous article পুকুরে চুন প্রয়োগ

Related Posts

পুকুরে চুন প্রয়োগ

চুন প্রয়োগের প্রয়োজনীয়তা জলজ পরিবেশ...

রাক্ষুসে ও অবাঞ্চিত মাছ/প্রাণী দূরীকরণ

রাক্ষুসে মাছ: শোল, গজার, টাকি, বোয়াল, চিতল,...

নতুন পুকুর খনন পদ্ধতি

পুকুর কাটার পূর্বে কি কি বিষয় বিবেচনায়...

Leave a Reply Cancel reply

মাছচাষ বিষয়ক পরামর্শ খোঁজ করুন

সাম্প্রতিক পরামর্শ

  • উদ্ভাবক পরিচিতি
  • বাগদা চিংড়ির রোগ ও রোগ ব্যবস্থাপনা
  • গলদা চিংড়ির রোগ ও রোগ ব্যবস্থাপনা
  • আরগুলোসিস (মাছের উকুন)
  • মাছের ফুলকা পঁচা রোগ
  • ড্রপসি (পেট ফোলা রোগ)
  • মাছের লেজ ও পাখনা পচা রোগ
  • ধানি পোনার চাষ
  • রেনু পোনার চাষ
  • যুব কর্মসংস্থানে মৎস্য ঋণ
  • চাষের পুকুরে মলা ও পুঁটি মাছের প্রাকৃতিক প্রজনন
  • পাবদা ও গুলশা মাছের প্রণোদিত প্রজনন ও পোনা উৎপাদন কৌশল
  • দেশী সরপুঁটি মাছের প্রণোদিত প্রজনন ও পোনা উৎপাদন কৌশল
  • বাটা মাছের প্রণোদিত প্রজনন ও পোনা উৎপাদন কৌশল
  • শিং মাছের প্রজনন ও পোনা উৎপাদন কৌশল
  • মাগুর মাছের প্রজনন ও পোনা উৎপাদন কৌশল
  • কৈ মাছের প্রজনন ও পোনা উৎপাদন কৌশল
  • ক্ষত রোগ
  • পুকুরে মুক্তা চাষ
  • কুচিয়া চাষ
  • কাঁকড়া চাষ
  • ধানক্ষেতে মাছ চাষ পদ্ধতি
  • পেনে মাছচাষ
  • খাঁচায় মাছচাষ
  • থাই সরপুঁটির চাষ
  • আধুনিক পদ্ধতিতে গলদা চিংড়ি চাষ
  • আধুনিক পদ্ধতিতে পাবদা মাছের চাষ
  • শোল মাছ চাষ
  • আধুনিক পদ্ধতিতে মলা মাছের চাষ
  • পুকুরে কৈ মাছের একক চাষ
  • কার্প জাতীয় মাছের মিশ্রচাষ
  • পুকুরে পাঙ্গাস মাছের চাষ
  • পুকুরে শিং ও মাগুর মাছ চাষের উন্নত কলাকৌশল
  • মনোসেক্স তেলাপিয়ার একক চাষ পদ্ধতি
  • Good Aquaculture Practice (GAP) [উত্তম মৎস্যচাষ অনুশীলন]
  • মাছ চাষে একোয়ামেডিসিন
  • মাছ চাষের জন্য বারো মাসে জরুরী করণীয়
  • পুকুরে মাছের প্রাকৃতিক খাদ্য পরীক্ষা
  • পুকুরে নিয়মিত সার প্রয়োগ
  • পুকুরে নিয়মিত খাদ্য প্রয়োগ
  • ভালো পোনামাছ চেনার উপায় ও পুকুরে পোনামাছ অবমুক্তকরণ
  • পোনা মাছ পরিবহন
  • মাছ চাষের জন্য পুকুর ব্যবস্থাপনা
  • পুকুরে চুন প্রয়োগ
  • রাক্ষুসে ও অবাঞ্চিত মাছ/প্রাণী দূরীকরণ
  • নতুন পুকুর খনন পদ্ধতি
  • Home
  • Back to top