• Home
মৎস্যচাষি স্কুল
মৎস্যচাষি স্কুল
  • Home
  • Follow
    • Facebook
Home
মৎস্যচাষ ব্যবস্থাপনা
মজুদপূর্ব ব্যবস্থাপনা

রাক্ষুসে ও অবাঞ্চিত মাছ/প্রাণী দূরীকরণ

রাক্ষুসে মাছ: শোল, গজার, টাকি, বোয়াল, চিতল, আইড়, আফ্রিকান মাগুর, ফলি, কাকিলা, ইত্যাদি।

আমাছা: মলা, ঢেলা, চেলা, চাপিলা, পুঁটি, চান্দা, ছোট ইচা, বইচা।

 

কেন অপসারণ প্রয়োজন?

  • রাক্ষুসে মাছ চাষকৃত মাছের পোনাকে খেয়ে ফেলে, যেমন: রাক্ষুসে মাছ ১ কেজি বড় হতে প্রায় ১০-১২ কেজি অন্য মাছ খায়।
  • আমাছা চাষাবাদের মাছের খাদ্য নষ্ট করে, যেমন: ১ কেজি আমাছা ১০-১২ কেজি চাষের মাছ উৎপাদন ব্যাহত করে।

 

রাক্ষুসে ও অবাঞ্চিত মাছ/প্রাণী দূরীকরণ পদ্ধতি

রাক্ষুসে ও অবাঞ্চিত মাছ/প্রাণী দূরীকরণে নিচের যেকোন একটি পদ্ধতির সহায়তা নেয়া যেতে পারে:

১. পুকুর শুকানো

২. রোটেনন প্রয়োগ

৩. তামাকের গুড়া

৪. ক্যালসিয়াম কার্বাইড

 

পুকুর শুকানো

পোকা-মাকড়, রাক্ষুসে মাছ ও আমাছা মারার জন্য পুকুর শুকানো সবচেয়ে উত্তম। পুকুর শুকানোর পর কড়া রোদ্রে তলায় ফাটল ধরাতে হবে। ফেব্রুয়ারি-মার্চে পুকুর শুকালে খরচ কম হয়। ২-৩ বৎসর অন্তর পুকুর শুকানো মাছ চাষের জন্য উপকারি।

 

রোটেনন প্রয়োগ

রোটেনন ডেরিস গাছের মূল থেকে তৈরি এক ধরনের পাউডার (হালকা বাদামি রং)। মাছ মারা যায় কিন্তু চিংড়ি ও অন্যান্য জলজ কীট মারা যায় না। ৯.১% এবং ৭% শক্তি সম্পন্ন রোটেনন বাজারে পাওয়া যায়। রোটেননের মাত্রা নির্ভর করে তার শক্তির উপর।

রোটেনন এর ডোজ

৯.১% শক্তির রোটেনন = ১৮ গ্রাম/ফুট পানি/শতাংশ

৭% শক্তির রোটেনন = ২৫ গ্রাম/ফুট পানি/শতাংশ

মনে করুন, আপনার পুকুরটি ১০০ শতকের। পুকুরে পানি আছে ৪ ফুট। আপনি যদি ৭% শক্তির রোটেনন ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনার রোটেনন লাগবে ১০ কেজি। আর যদি ৯.১% মাত্রার রোটেনন ব্যবহার করতে চান, তাহলে আপনার রোটেনন লাগবে ৭ কেজি ২০০ গ্রাম।

 

রোটেনন ব্যবহার পদ্ধতি

প্রয়োজনীয় রোটেননকে ৩ ভাগ করে, এক ভাগ দ্বারা ছোট ছোট বল তৈরি করতে হবে এবং বাকী দুই ভাগ প্রয়োজনীয় পানি মিশিয়ে তরলীকৃত করে ব্যবহার করতে হবে। ২০-২৫ মিনিট পর মাছ আক্রান্ত হওয়ার সাথে সাথে জাল টানতে হবে। প্রয়োগের ১ ঘন্টার মধ্যে সমস্ত মাছ ভেসে উঠবে। রোটেননের কার্যকারিতা প্রয়োগের ২৪ ঘন্টা পর্যন্ত সক্রিয়ভাবে পানিতে বিদ্যমান থাকে।

রোটেনন ব্যবহারে সতর্কতা

  • ব্যবহারের পূর্বে নাক মুখ গামছা দিয়ে বেঁধে বাতাসের অনুকুলে ছিটাতে হবে।
  • মেঘলা কিংবা বৃষ্টির দিনে রোটেনন ব্যবহার করা যাবে না।
  • বিষাক্ততার মেয়াদকাল: প্রায় ৭ দিন।

তামাকের গুড়া

তামাকের গুড়া প্রয়োগে মাছ ও শামুক মারা যায় কিন্তু চিংড়ি মারা যায় না। এটি প্রথমে বিষ, পরে সার হিসেবে কাজ করে।

মাত্রা: ০.৮-১.৬ কেজি/ফুট পানি/শতাংশে

ব্যবহার পদ্ধতি: এক রাত বালতির মধ্যে পানিতে ভিজিয়ে রাখার পর রৌদ্রজ্জল দিনে সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে।

বিষক্ততার মেয়াদকাল: ৭-১০ দিন।

 

ক্যালসিয়াম কার্বাইড

কাঁকড়া মারার জন্য ক্যালসিয়াম কার্বাইডের বড়ি অত্যন্ত কার্যকর। কাঁকড়ার গর্তের মধ্যে ৪-৫টি বড়ি রেখে গর্তটি বন্ধ করে দিতে হয়।

 *** বিস্তারিত জানার জন্য আপনার নিকটস্থ উপজেলা মৎস্য দপ্তরে যোগাযোগ করুন।

Facebook Twitter Google+ LinkedIn Pinterest
Next article পুকুরে চুন প্রয়োগ
Previous article নতুন পুকুর খনন পদ্ধতি

Related Posts

মাছ চাষের জন্য পুকুর ব্যবস্থাপনা

পুকুরের প্রকারভেদ যে বৈশিষ্টের উপর...

পুকুরে চুন প্রয়োগ

চুন প্রয়োগের প্রয়োজনীয়তা জলজ পরিবেশ...

নতুন পুকুর খনন পদ্ধতি

পুকুর কাটার পূর্বে কি কি বিষয় বিবেচনায়...

Leave a Reply Cancel reply

মাছচাষ বিষয়ক পরামর্শ খোঁজ করুন

সাম্প্রতিক পরামর্শ

  • উদ্ভাবক পরিচিতি
  • বাগদা চিংড়ির রোগ ও রোগ ব্যবস্থাপনা
  • গলদা চিংড়ির রোগ ও রোগ ব্যবস্থাপনা
  • আরগুলোসিস (মাছের উকুন)
  • মাছের ফুলকা পঁচা রোগ
  • ড্রপসি (পেট ফোলা রোগ)
  • মাছের লেজ ও পাখনা পচা রোগ
  • ধানি পোনার চাষ
  • রেনু পোনার চাষ
  • যুব কর্মসংস্থানে মৎস্য ঋণ
  • চাষের পুকুরে মলা ও পুঁটি মাছের প্রাকৃতিক প্রজনন
  • পাবদা ও গুলশা মাছের প্রণোদিত প্রজনন ও পোনা উৎপাদন কৌশল
  • দেশী সরপুঁটি মাছের প্রণোদিত প্রজনন ও পোনা উৎপাদন কৌশল
  • বাটা মাছের প্রণোদিত প্রজনন ও পোনা উৎপাদন কৌশল
  • শিং মাছের প্রজনন ও পোনা উৎপাদন কৌশল
  • মাগুর মাছের প্রজনন ও পোনা উৎপাদন কৌশল
  • কৈ মাছের প্রজনন ও পোনা উৎপাদন কৌশল
  • ক্ষত রোগ
  • পুকুরে মুক্তা চাষ
  • কুচিয়া চাষ
  • কাঁকড়া চাষ
  • ধানক্ষেতে মাছ চাষ পদ্ধতি
  • পেনে মাছচাষ
  • খাঁচায় মাছচাষ
  • থাই সরপুঁটির চাষ
  • আধুনিক পদ্ধতিতে গলদা চিংড়ি চাষ
  • আধুনিক পদ্ধতিতে পাবদা মাছের চাষ
  • শোল মাছ চাষ
  • আধুনিক পদ্ধতিতে মলা মাছের চাষ
  • পুকুরে কৈ মাছের একক চাষ
  • কার্প জাতীয় মাছের মিশ্রচাষ
  • পুকুরে পাঙ্গাস মাছের চাষ
  • পুকুরে শিং ও মাগুর মাছ চাষের উন্নত কলাকৌশল
  • মনোসেক্স তেলাপিয়ার একক চাষ পদ্ধতি
  • Good Aquaculture Practice (GAP) [উত্তম মৎস্যচাষ অনুশীলন]
  • মাছ চাষে একোয়ামেডিসিন
  • মাছ চাষের জন্য বারো মাসে জরুরী করণীয়
  • পুকুরে মাছের প্রাকৃতিক খাদ্য পরীক্ষা
  • পুকুরে নিয়মিত সার প্রয়োগ
  • পুকুরে নিয়মিত খাদ্য প্রয়োগ
  • ভালো পোনামাছ চেনার উপায় ও পুকুরে পোনামাছ অবমুক্তকরণ
  • পোনা মাছ পরিবহন
  • মাছ চাষের জন্য পুকুর ব্যবস্থাপনা
  • পুকুরে চুন প্রয়োগ
  • রাক্ষুসে ও অবাঞ্চিত মাছ/প্রাণী দূরীকরণ
  • নতুন পুকুর খনন পদ্ধতি
  • Home
  • Back to top